আপনি তুমি রইলে দূরে
আপনি তুমি রইলে দূরে নির্মেঘ আকাশ ঝলমল করে রোদে। ঘরের মধ্যে লুটোয় বাতাস ও রোদ। বাতাস আর রোদের আদরে সে একটু একটু বড় হয় ভাড়াবাড়ির দোতলায়। সকালবেলা বাবা অফিসে যায়। বিকেলে বাড়ি ফিরে আসে। বাবা ফিরে এ‡j যেন একরাশ আনন্দ ফিরে আসে। মেয়েটি তখন হামলে পড়ে বাবার কোলে। বাবা-মেয়ের কাণ্ড দেখে মা হাসে। মায়ের মনেও […]